প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৬ জুলাই পর্দা উঠেছে অলিম্পিক গেমসের ৪৮তম আসরের। এরপর শুরু হয় পদকের লড়াই। ১৫ দিনের পদকের লড়াইয়ের পর এবার পর্দা নামার অপেক্ষায় প্যারিস অলিম্পিক। শেষ দিনের লড়াইয়ের আগে স্বর্ণ জয়ে সবার শীর্ষে রয়েছে চীন।
গতকাল (শনিবার) ১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে স্বর্ণ জেতায় চীনকে সবার ওপরে নিয়ে যান কাও ইওয়ান। এ নিয়ে অ্যাকুয়াটিকের আটটি ইভেন্টেই তারা স্বর্ণ জিতেছে, তাও প্রতিটিতেই তাদের দাপট ছিল বড় ব্যবধানে।
অন্যদিকে, একইদিন ছেলেদের বাস্কেটবল, মেয়েদের ফুটবল ও ৪০০ মিটার রিলে স্প্রিন্টে স্বর্ণ জিতে চীনের ঘাড়েই নিশ্বাস ফেলছে আমেরিকানরা।
যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১২২টি পদক জিতলেও ৯০ টি পদক জয়ী চীনের স্বর্ণ পদক সংখ্যা ৩৯ টি। যেখানে মার্কিনীদের সোনার পদক ৩৮টি। অপরদিকে ১৮টি স্বর্ণসহ ৫০টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
সমান স্বর্ণসহ ৪৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে জাপান। আর স্বাগতিক ফ্রান্স আছে টেবিলের পঞ্চম স্থানে। ১৬টি স্বর্ণসহ তাদের পদক ৬২টি।