প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন
হ্যাক হয়েছিল শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইট (sec.gov.bd)।
গতকাল রোববার (৪ আগস্ট) বিএসইসির ওয়েবসাইট নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা। তবে গতকাল বিএসইসি ওয়েবসাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয় নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম বলেন, মধ্যরাতের পর থেকে বিএসইসির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। রাতে ওয়েবসাইটে শিক্ষার্থীদের একটি ব্যানার ঝুলছিল, কিন্তু এখন সেটি নেই। সংস্থাটির আইটি বিভাগ ওয়েবসাইটটি সচল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
গতকাল সকালে বিএসইসির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ‘হ্যাকড বাই মি. নো ফেস’ শীর্ষক লাল অক্ষরে লেখা একটি ব্যানার ঝুলছিলো। এছাড়া পুরো ওয়েবসাইট কালো ও বাঁ দিকে একজন হ্যাকারের প্রতীকী ছবিও ছিলো।