প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ৩৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০ দশমিক ০৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০ দশমিক ৩২ পয়েন্ট বা ৩ দশমিক ৩২ শতাংশ।
এর আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ৪৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১০ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও দশমিক ০৮ পয়েন্ট বা ৭৬ শতাংশ কমেছে।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৫ দশমিক ৪২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮ দশমিক ২৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ৯ দশকি ৬১ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২ দশমিক ৬০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২ দশমিক ৭৪ পয়েন্টে, আর্থিক খাতে ১৩ দশমিক ৫৫ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১৩ দশমিক ৫৮ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩ দশমিক ৯৩ পয়েন্টে, পাট খাতে ১৩ দশমিক ৯৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৪ দশমিক ২৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪ দশমিক ৪০ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৪ দশমিক ৫৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬ দশমিক ৭৫ পয়েন্ট, আইটি খাতে ১৯ দশমিক ২৭ পয়েন্টে, ট্যনারি খাতে ১৯ দশমিক ২৮ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২০ দশমিক ৯৫ পয়েন্টে, বিবিধ খাতে ৩০ দশমিক ৫২ পয়েন্টে ও সিরামিক খাতে ১১৭ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করে বিএসইসি।