বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
আমাদের এখন এক হয়ে কাজ করা উচিত: প্রসেনজিৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

সময়টি ভালো যাচ্ছে না কলকাতা ইন্ডাস্ট্রির জন্য। ৯ দিন শুটিং বন্ধ থাকার পর ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্মাতা রাহুল মুখার্জির ওপর থেকে।

এরপরও শুরু হয়নি শুটিং। তাতেই মন খারাপ এ নায়কের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পরিস্থিতি তাকে অনেকটাই ডিপ্রেশনে ফেলে দিয়েছে।

প্রসেনজিৎ বর্তমানে কলকাতার নির্মাতার একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এরপর ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে রাহুল বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের জন্য সিরিজ বানাতে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সংগঠনের কানে পৌঁছনোর পর সেই নিয়ে রাহুলের কাছে জবাব চাওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও, পরে ভুল স্বীকার করেন এ নির্মাতা।

এরপর তিন মাসের জন্য রাহুলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। শেষ পর্যন্ত শুক্রবার ২৬ জুলাই সন্ধ্যায় রাহুলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টর্স গিল্ড। কিন্তু শুক্রবার রাতেই ফেডারেশন জানায়, নিষেধাজ্ঞা উঠছে না। রাহুল ফ্লোরে গেলে টেকনিশিয়ানরা যাবেন না ফ্লোরে। এর পর শনিবার (২৭ জুলাই) সকালে রাহুল এবং বাকিরা সেটে পৌঁছনোর পরও শ্যুটিং শুরু না হওয়াতেই সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলেন প্রসেনজিৎ।

তিনি বলেন, ‘গত ৯ দিন ধরে আমি খুবই মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি। রাতে গল্প পরে শুটিং সেটে যাচ্ছি কিন্তু সকালে গিয়ে শুনি শুটিং বন্ধ টেকনেশিয়ানরা কাজ করবে না। বিষয়টি খুবই কষ্টদায়ক। কারণ আমরা সবাই একটি ফ্যামিলি হয়ে কাজ করি। এভাবে সম্পর্ক নষ্ট হয়। ভালোবাসা থাকে না। যেহেতু এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, সেহেতু আমাদের এখন এক হয়ে কাজ করা উচিত। এর চেয়ে বেশিকিছু আমি আর বলতে চাই না।’

রাহুলের ওপর থেকে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও টেকনিশিয়ানরা তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft