প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪, ৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
দেশে গত পাঁচ দিন ধরে অব্যাহতভাবে ইন্টারনেট না থাকায় অনলাইনে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তিকে সেবা দিয় আয় করা প্রায় ৫ লাখ আউটসোর্স ও ফ্রিল্যান্স কর্মী হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন।
এ খাত থেকে সর্বশেষ বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ২ বিলিয়ন বা ২০০ কেটি মার্কিন ডলার। কোটা সংস্কার দাবির আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় এ আয় ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় আউটসোর্সিং কোম্পানিগুলোর উদ্যোক্তাদের সংগটন অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড সার্ভিসেসের (অ্যাক্সেস) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আহমদুল হক বলেন, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এ খাতের কাজ মূলত অনলানির্ভর। হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দেয়ায় আমরা পার্টিকে (ওয়ার্ক অর্ডার বা কর্মদেশ দেয়া প্রতিষ্ঠান, কোম্পানি কিংবা ব্যক্তি) কোনো পূর্ব নোটিশ দিতে বা ওয়ার্ক অর্ডার রি-নেগোশিয়েট করা সম্ভব হয়নি। পার্টিও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আমাদের জন্য পার্টি অপেক্ষা করবে না। তারও কাজ সম্পন্ন করার একটি ডেটলাইন আছে। সময়মতো তার সেবা চাই। তা না পেলে পার্টি অন্য কোনো দেশে অন্য কাউকে খুঁজে নিবে।