বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩১৩তম সভায় মাজাকাত হারুন চেয়ারম্যান এবং এবিএম কায়ছার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, মাজাকাত হারুন কোম্পানির একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি ২০১২-২০১৫ মেয়াদে অত্র কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। হারুন এ দেশের একজন প্রখ্যাত  ব্যবসায়ী। তিনি এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও প্রাক্তন পরিচালক। তিনি  মেসার্স আরন ডেনিম লিমিটেড এবং মেসার্স কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

হারুন ২০১৫ সাল হতে বাংলাদেশ ক্যামিক্যাল ইমপোর্ট এন্ড মার্চেন্ট এসোসিয়েশন (বিসিআইএমএ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এফবিসিসিআই এর জিবি সদস্য।

সূত্র মতে, এবিএম কায়ছার কোম্পানির একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি কোম্পানির ক্লেইম কমিটির  চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং এসোসিয়েশন এর জেনারেল মেম্বার। তাঁর পিতা আব্দুর রশিদ দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী এবং তিনি অত্র কোম্পানির একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান।

কায়ছার গোমতী টেক্সটাইলস লিমিটেড এবং গোমতী এ্যাপারেলস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমানে তিনি তাঁর নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স কায়ছার ট্রেডিং  কোম্পানি দেখাশুনা করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft