বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
পারফরমেন্স সন্তোষজনক না হওয়ায় ৮ কর্মকর্তাকে অবসরের নির্দেশ সিএসই’র
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৫:৫০ অপরাহ্ন

স্বেচ্ছা অবসর স্কিমের (ভিআরএস) অধীনে দুই ব্যবস্থাপক এবং তিনজন উপ-ব্যবস্থাপকসহ আট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দিয়েছে  দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি।

গত ২৭ জুন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার আলাদা চিঠি দিয়ে তাদের ৩১ জুলাইয়ের মধ্যে ভিআরএস গ্রহণ করতে বা অন্যথায় চাকরিচ্যুত করার কথা বলেছেন।

চিঠিতে বলা হয়, আমরা কর্মকর্তাদের অনুরোধ করছি ভিআরএস প্রস্তাবনা গ্রহণ করুন। অন্যথায় কর্তৃপক্ষ আপনার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে মানব সম্পদ বিভাগ ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করতে পারে।

এতে আরো বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিকে নতুন করে সাজানোর অভিপ্রায়, সিএসইর বোর্ডের পরিচালনা পর্ষদ জনবল রদবদল করতে বেশ কয়েকটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে।

সিএসইর আট কর্মকর্তারা হলেন- ব্যবস্থাপক মো. নুরুল আজিম ও মো. ইমতিয়াজুল ইসলাম; উপ-ব্যবস্থাপক নাজিম বিন নজরুল, রাহী ইফতেখার রেজা ও মাসুদা বেগম; সহকারী ব্যবস্থাপক মো. আলী রাগেব এবং চৌধুরী তানভীর সালাহউদ্দিন; এবং সিনিয়র অফিসার শাহিন আক্তার।

এদিকে গতকাল সোমবার একটি যৌথ চিঠি পাঠিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে সহায়তা চেয়েছে তারা।

চিঠিতে তারা বলেছে, যদি সিএসই ব্যবস্থাপনা এই জোরপূর্বক পদত্যাগে সফল হয়, তাহলে আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে গুরুতর সমস্যায় পড়ব, যা শুধুমাত্র সিএসইর ভাবমূর্তিই নয়, পুরো পুঁজিবাজারের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করবে।

তারা বলেছেন, সিএসই পরিচালনা পর্ষদ সম্প্রতি কর্মীদের জন্য ভিআরএস স্কিম পাস করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত, ম্যানেজিং ডিরেক্টর আমাদের আট সিএসই কর্মচারীকে স্কিমটি গ্রহণ করার জন্য চিঠি দিয়েছেন এবং যদি আমরা স্কিমটি গ্রহণ না করি তাহলে কোনো অভিযোগ বা নিয়ম লঙ্ঘন ছাড়াই পদত্যাগ করার কথা বলেছে।

এছাড়া তারা আরো দাবি করেছে, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক আমাদের পদত্যাগ করতে বাধ্য করার জন্য চিঠি পাঠিয়েছেন, যা বেআইনি এবং অমানবিক। শীর্ষ পরিচালনা পর্ষদ স্বল্প সময়ের মধ্যে আমাদের আরো সহকর্মীদের চিঠি দেয়ার পরিকল্পনা করেছে।

সিএসই ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার জবাবদিহিকে বলেন, সিএসই’র পরিচালনা পর্ষদ ১৩৪তম সভায় ভিআরএস অনুমোদন করেছে। ভিআরএসের মূল উদ্দেশ্য হল স্বেচ্ছায় অবসর গ্রহণের মাধ্যমে অতিরিক্ত সুবিধাসহ কিছু কর্মচারীকে একটি মর্যাদাপূর্ণ বিদায় দেয়া।

তিনি বলেন, এই আট কর্মকর্তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। সিএসই’র পরিচালনা পর্ষদ তাদের কাজে সন্তুষ্ট নয়; যে কারণে তাদেরকে ভিআরএস স্কিমের আওতায় স্বেচ্ছায় অবসর গ্রহণের কথা বলা হয়েছে। এই স্কিমের আওতায় অবসর গ্রহণ করলে তারা অতিরিক্ত সুবিধা পাবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft