প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজের খবরটি গুজব বলে উড়িয়ে দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)'র নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
আজ সোমবার (৮ জুলাই) চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনের মোল্টিপারপাস শেডে সাংবাদিকদের একথা বলেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, প্রেমঘটিত কিংবা পরিবারের ওপর রাগ করে ঘর থেকে বের হয়ে যাওয়ার ঘটনাকে নিখোঁজ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। পরে আবার তাদের পাওয়াও যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা গুজব আকারে প্রচার হচ্ছে।
তিনি বলেন, ১৭টি ঘটনার পর্যালোচনা করে দেখা যায়, প্রেম গঠিত বিষয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার ঘটনা আটটি। পারিবারিক ঘটনায় পাঁচজন। বাকিরা আরও বিভিন্ন কারণে ঘর থেকে বের হয়ে গেছে, আবার ফিরেও এসেছে। বিভিন্ন পেইজ থেকে এসব প্রচার হওয়ার কারণে মনে হচ্ছে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। আবার অনেকে ফেসবুকে শেয়ারও দিচ্ছেন। বাস্তবে এসব নিছকই গুজব।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া বলেন, মূলত চারটি পেইজ থেকে নিখোঁজ কিংবা হারিয়ে যাওয়ার খবর ছড়ানো হয়। তাদের আমরা ডেকেছিলাম, কথা বলেছি। তারা বলেছে, নিখোঁজের খবর শুনেই তারা তা প্রচার করেছে। যাচাই-বাছাই করেনি।