প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন
সিলেট বোর্ড ছাড়া আটটি সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এসব শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৮ হাজার ৩শ ৭৩ জন শিক্ষার্থী এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।
এবারের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। ১২ আগস্ট থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২১ আগস্ট।
২০২৪ সালের পুনর্বিন্যাস করা সূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা নেওয়া হবে। এবার ৭ লাখ ৫০ হাজার ২শ ৮১ জন ছাত্র এবং ৭ লাখ ৫শ ৯ জন ছাত্রী ২ হাজার ৭শ ২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৯ জুলাই চলতি রুটিন অনুযায়ী ৮২ হাজার ৪শ ১৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসবে।