বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
রিয়াল থেকে সৌদি লিগে যাচ্ছেন নাচো
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন

আল কাদসিয়ার সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী স্প্যানিশ সেন্টারব্যাক ফার্নান্দেজ নাচো। রিয়াল মাদ্রিদ আর তার সম্পর্ক হয়ে উঠেছিল অবিচ্ছেদ্য। অবশেষে ২৩ বছরের সম্পর্কের ইতি ঘটলো। স্প্যানিশ জায়ান্টদের ছেড়ে নাচো যোগ দিলেন সৌদি লিগে। 

সৌদি লিগে একের পর এক বড় তারকা যোগ দিচ্ছেন। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক নাচো তার সর্বশেষ সংযোজন।

২০০১ সালে মাত্র ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে যোগ দিয়েছিলেন নাচো। ২০১২ সালে সিনিয়র দলে অভিষেক হওয়ার পর তিনি ৩৬৪ ম্যাচ খেলেছেন স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে। ক্লাবের ২৬টি ট্রফি জয়ের সঙ্গী তিনি।

মাদ্রিদের হয়ে নাচোর শেষ ম্যাচ ছিল এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল।

বার্নাব্যুতে নাচোর জেতা শিরোপা তালিকায় রয়েছে ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপীয় সুপার কাপ এবং ৫টি স্প্যানিশ সুপার কাপ।

নাচো জাতীয় দলের জার্সিতে ২০১৩ সালে উয়েফা অনূর্ধ্ব-২১ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২২-২৩ মৌসুমে নেশন্স লিগের শিরোপা জিতেছেন। স্পেনের হয়ে এ পর্যন্ত খেলেছেন ২৬ ম্যাচ।

সৌদি লিগে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কয়েক মাস ধরে আলোচনা চলছিল। সিদ্ধান্তহীনতায় ছিলাম। আমার পরিবারের সঙ্গে আলোচনা করে দেখলাম এটাই সঠিক সময়।’

উরুগুয়ের নাহিতান নান্দেজ, বেলজিয়ামের গোলরক্ষক কোয়েন কাস্টিলস এবং মেক্সিকোর ফরোয়ার্ড জুলিয়ান কুইনোনসের পর নাচো হলেন নতুন মৌসুমে আল কাদসিয়ার চতুর্থ বিদেশি ফুটবলার। আল কাদসিয়াহ স্থানীয় তারকা হিসেবে আল শাবাব থেকে মিডফিল্ডার হুসেইন আল কাহতানিকেও দলভুক্ত করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft