বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
শীর্ষস্থান ধরে রাখতে পারলো না সাকিব
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৮:২৩ অপরাহ্ন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েই দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর আগে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শেষ করতে করতে তার অবস্থান এখন র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। বিশ্বকাপের বাজে ফর্মের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ের ওপর। 

২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে কখনো পাঁচের নিচে ছিলেন না সাকিব। তবে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের নাম এখন আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এই ব্যাটসম্যানকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। সুপার এইটে ভারতের বিপক্ষেই ৭৬ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন তিনি। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগোলেও সুপার এইটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় (৩ ম্যাচে ১৯ রান ও ১ উইকেট) এখন আবার পিছিয়েছেন ৩ ধাপ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft