শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
‘তিথিডোর’ এর মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন মেহেজাবিন
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

নিশাতের মধ্যে নিজেকে খুঁজে ফিরছেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন, ‘আমিই নিশাত; এ তো আমারই জীবনের গল্প।’ ৩০ বছর বয়সী এক নারীর জীবনের টানাপোড়েন পেরিয়ে বেঁচে থাকার গল্পে ‘তিথিডোর’ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ।

২০ জুন চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে ‘তিথিডোর’। এর গল্প লিখেছেন জাহান সুলতানা। এই ঈদে মেহজাবীনের একমাত্র নাটক এটি।

নিজেকে ভেঙেচুরে বিষাদঘন নিশাত চরিত্রে প্রাণ দিয়েছেন মেহজাবীন চৌধুরী। সাবলীল অভিনয়ে চরিত্রটাকে জীবন্ত করে তুলেছেন; দর্শকের হৃদয়ে দাগ কেটেছেন। পর্দার নিশাতকে দেখে জীবনযুদ্ধে জর্জর নারী দর্শকেরা বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজছেন।

নিজেকে ভেঙেচুরে বিষাদঘন নিশাত চরিত্রে প্রাণ দিয়েছেন মেহজাবীন চৌধুরী। সাবলীল অভিনয়ে চরিত্রটাকে জীবন্ত করে তুলেছেন; দর্শকের হৃদয়ে দাগ কেটেছেন।

অনেকে বিষণ্নতাকে নীরবে বয়ে বেড়ান, ফলে মানসিক স্বাস্থ্যের জটিলতা আরও ঘনীভূত হয়। ভরা মজলিশে মানসিক স্বাস্থ্য নিয়ে খুব একটা আলাপ দেখা যায় না। নাটকটি দেখে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষণ্নতার কঠিন সময়ের না-বলা গল্প লিখছেন।

অনেকে বিষণ্নতার কথা চেপে রাখার চেষ্টা করেন। তবে নাটকটি দেখে দর্শকেরা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখছেন, বিষণ্নতার কথা তুলে ধরছেন। অনেকে লিখছেন, আত্মহত্যা করতে চেয়েছিলাম। নাটকটি দেখে অনুপ্রেরণা পেয়েছি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft