বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
কোপায় জয় দিয়ে শুভসূচনা মেক্সিকোর
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন

উত্তর আমেরিকার দেশগুলোর ভেতর যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বরাবরই খেলে থাকে বিশ্বকাপে। জ্যামাইকাও কম যায় না। তারাও কয়েকবার খেলেছে। তাই শক্তি সামর্থ্যে মেক্সিকো ও জ্যামাইকা কাছাকাছিই বলা চলে। কোপায় নিজেদের প্রথম ম্যাচে দুই দেশের লড়াইয়ে শেষ পর্যন্ত মেক্সিকোই জিতলো ১-০ ব্যবধানে।

ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম গোলের সুযোগ পায় মেক্সিকো। লুইস চাভেজের সোজাসুজি শট রুখে দেন জ্যামাইকান গোলরক্ষক। ১২ মিনিটে জ্যামাইকার কেসি পালমার ভলি শট ঠিকঠাক মত নিতে পারলে গোল হতেও পারতো তাদের।

২১ নিনিটে সামার নিকোলসনের হেড মেক্সিকোর গোলবারের সাময়ান্য বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুইস রোমোর শট একটুর জন্য গোলের নিশানা খুঁজে পায়নি।

প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হওয়ার দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থেকে আক্রমণের ধার বাড়ায় মেক্সিকো। ৫৩ মিনিটে জ্যামাইকার মিথাইল এন্তনিও গোল করলেও সেটি অফসাইডে বাতিল হয়।

৫৭ মিনিটে জ্যামাইকার চাভেজের শট রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক। ৬৯ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মেক্সিকো। জেরার্ডো আরতেগা ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের দারুণ শটে গোল করে দলকে এগিয়ে দেন। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে শেষ পর্যন্ত ঐ ব্যবধানেই জয়লাভ করে মেক্সিকো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft