বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনে সুপারিশ    ফের বাড়ল স্বর্ণের দাম    পুতুলকে ‘হু’ থেকে অপসারণে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া    ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ৩ দিনের রিমান্ডে    ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ: সংস্কার কমিশন    এনসিটিবি'র সামনে দু পক্ষের সংঘর্ষে আহত ২৭    ৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়বে: উপদেষ্টা রিজওয়ানা   
শেষ ষোলোর লড়াইয়ে টিকে রইলো বেলজিয়াম
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৩ জুন, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বেলজিয়ামের। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোর লড়াই জমিয়ে দিলেন লুকাকু-ডি ব্রুইনারা।

রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া, ইউক্রেন-এখন 'ই' গ্রুপে দুইটি করে ম্যাচ খেলে চার দলেরই সমান ৩ পয়েন্ট।

কলজনে স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে না হতেই এগিয়ে যায় বেলজিয়াম। রোমেলু লুকাকুর দারুণভাবে বল বানিয়ে দেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন ইয়োরি টাইলেমানস। ম্যাচের তখন মাত্র ৭৫ সেকেন্ড।

এরপর ব্যবধান বাড়াতে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ শানাতে থাকেন ইয়োরি-লুকাকুরা। অবশ্য প্রথমার্ধে আর কোনো গোল হজম করেনি রোমানিয়া।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে বেলজিয়াম। ৬৩ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে জেরেমি ডকোর শট পোস্টের বাঁদিক ঘেঁষে চলে যায়। এর কয়েক সেকেন্ড পরেই জালে বল জড়ান লুকাকু। তবে ভার দেখে অফসাইডের কারণে সে গোল বাতিল করে দেন রেফারি।

তবে ব্যবধান বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে। ৭৯ মিনিটে কেভিন ডি ব্রুইনা বক্সের মধ্যে বল পেয়ে পোস্টের ডানদিক দিয়ে মেরে গোলরক্ষককে পরাস্ত করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft