মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে আদালতে হট্টগোল : আইনজীবীকে কুপিয়ে হত্যা   
সমালোচকদের প্রশংসা লাভ করেছেন চঞ্চল চৌধুরী
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। 

সোমবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সৃজিত মুখার্জীর “পদাতিক” ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেসটিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রীনপ্লে পুরস্কার জিতেছে। অভিনন্দন “পদাতিক” টিমের সবাইকে।’

চঞ্চল চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, দর্শকের ভালো হোক অথবা কোনো পুরস্কার হোক সবটাই আনন্দের। তার অভিনীত ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করায়  এ অভিনেতা ভীষণ আনন্দিত।

রামাদিয়া ঘোষ নামে এক ভক্ত সেই পোস্টের কমেন্টে বলেন, ‘অন্তর থেকে বুক ভরা ভালোবাসা ও শুভ কামনা রইল স্যার। আপনি আরো ভালো ভালো কাজ করুন এই কামনা করছি।’

ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তার সহকর্মী ও নির্মাতারাও তাকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে চঞ্চল চৌধুরীর বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনয় এবং অভিনেতার জীবন। ৫ মিনিট আগে “পদাতিক” সিনেমার ডিরেক্টর সৃজিত মুখার্জী একটা পোস্ট দিয়েছেন। নিউইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্ক্রীনপ্লে পুরস্কার জিতেছে, মৃণাল সেনের বায়োপিক-“পদাতিক”।’

বন্ধুকে অভিনন্দন জানিয়ে শাহনাজ খুশি পোস্টের শেষাংশে জানান, ‘পুরস্কার প্রাপ্ত সিনেমাটির মূল চরিত্রের অভিনেতা চঞ্চল আর আমি এখন প্রত্যন্ত গ্রামে, যেখানে পায়ে হেঁটে প্রায় দেড় কিলো যেতে হয়, সেই গ্রামে, পুবাইলে, দাওয়ায় বসে শুটিং করছি । অভিনন্দন বন্ধু, আমরা বার বার গর্বিত হই, আমাদের একজন তুই” আছিস। পদাতিকের প্রথম সম্মাননার জন্য “পদাতিক” টিম কে অভিনন্দন।’

উল্লেখ্য, সৃজিত মুখার্জীর পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এদিকে চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft