প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) কে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। তারই ধারাবাহিকতায় স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের রাইটব্যাক লুকাস ভাসকেসের। তবে দল ঘোষণার পর বিতর্ক জন্ম দিয়েছে তার এক পোস্ট ঘিরে।
রিয়াল মাদ্রিদে রাইটব্যাক হিসেবে খেলেন ভাসকেস। তবে প্রয়োজনে রাইট উইঙ্গার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে তারা। স্পেনের ২৯ জনের প্রাথমিক দলে জায়গা পাননি সেটা মানতে পারেননি তিনি। তাই দল ঘোষণার পর অনুভূতিটা জানাতে দেরি করেননি।
টুইটারে দুটি অট্টহাসির ইমোজি পোস্ট করেন ভাসকেস। কয়েক মিনিট পরই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, পোস্টের স্ক্রিনশট ততক্ষণে নেওয়া হয়ে গেছে অনেকের।
রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া ভাসকেসকে বাদ দিয়ে স্পেন কোচ রাইটব্যাক হিসেবে স্কোয়াডে নিয়েছেন রিয়াল মাদ্রিদেরই নিয়মিত রাইটব্যাক দানি কারভাহাল ও সেভিয়ার হেসুস নাভাসকে।