বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ঈদের আগেই পরীক্ষার বিল চান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৯:১৫ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম পবিত্র ঈদ-উল আজহার আগেই শিক্ষকদের বকেয়া পরীক্ষার বিল পরিশোধের দাবি জানিয়েছেন। সোমবার (২০ মে) দুপুর ১২টায় প্রো-ভিসির কাছে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

জানা গেছে, গত ইদ-উল ফিতরের পর থেকে অনেক বিভাগের শিক্ষকদের কোনো পরীক্ষার বিল পরিশোধ করেনি ইবি কর্তৃপক্ষ। ঈদের আগেরও অনেক বিল বাকী আছে। এছাড়া বিভিন্ন বিভাগের অনেক শিক্ষক ৮ থেকে ১০টি পরীক্ষার বিল পায়নি বলেও জানা গেছে। এদিকে, ঈদের আগে শিক্ষকদের পরীক্ষার বিল পরিশোধ করা ছাড়া আরও দাবি জানায় সংগঠনটির নেতা-কর্মীরা।

তাদের দাবিগুলো হলো- গতকাল অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেটেই শিক্ষকদের পদোন্নতি চূড়ান্তকরণ ও ভিসির বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ নিষ্পত্তিকরণের পরই বঙ্গবন্ধু চেয়ারের প্রফেসর নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ চালু করা। এসময় দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল হোসেন, সদস্য প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মাহবুবুর রহমান ও প্রফেসর ড. শেলীনা নাসরিনসহ ১০ থেকে ১৫জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, শিক্ষকদের পাওনা পরীক্ষার বিল পরিশোধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টালবাহানা শুরু করেছে। আমাদের দাবি ঈদের আগেই শিক্ষকদের বকেয়া বিল পরিশোধ করা হোক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft