বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
সেরা দুইয়েও জায়গা হলো না বায়ার্ন মিউনিখের
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন

শেষ হলো জার্মান বুন্দেসলিগার ২০২৩-২৪ মৌসুম। এই মৌসুমে জার্মান ক্লাব ফুটবলে গড়েছে নতুন এক ইতিহাস। প্রথম দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করেছে বায়ার লেভারকুসেন।

তবে ইতিহাস গড়া এই মৌসুম কোনোভাবেই মনে রাখতে চাইবে না বায়ার্ন মিউনিখ। আরও আগেই লেভারকুসেনের হাতে ১১ বছরের রাজত্ব হারিয়েছিল মিউনিখ। এবার শেষটাও ভালো হলো না তাদের। মৌসুমের শেষ ম্যাচে হফেনহেইমের কাছে ৪-২ গোলে হেরে গেছে মিউনিখ।

মিউনিখের এই ম্যাচের হারটা ছির বিষাদের-অস্বস্তির। ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। অথচ এরপর পুরো ম্যাচে তো কোনো গোল পেলই না, উল্টো হফেনহেইমের মতো দলের কাছে ৪ গোল হজম করতে হলো তাদের।

শীর্ষস্থান আগেই হারিয়েছিল। শেষ ম্যাচে অস্বস্তিকর এই হারে দুইয়ে থেকেও মৌসুম শেষ করতে পারলো না মিউনিখ। তিনে থেকে মৌসুম শেষ করেছে তারা। ৩৪ ম্যাচে মিউনিখের পয়েন্ট ৭২। আর ১ পয়েন্ট বেশি নিয়ে ভিএফবি স্টুগার্ট মৌসুম শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। এই ম্যাচটি জিততে পারলে দুইয়ে থেকেই মৌসুম শেষ করতে পারতো টমাস টুখেলের শিষ্যরা।

এই ম্যাচে ৪ মিনিটে প্রথম লিড নেয় মিউনিখ। গোল করেন ম্যাথিস টেল। ২ মিনিট পরই গোল করে মিউনিখকে ব্যবধান ২-০ এগিয়ে দেন আলপনসো ডেভিস।

৮ মিনিটে মিউনিখের প্রথম গোল শোধ করে হফেনহেইম। গোল করেন ম্যাক্সিমিলান বেইয়ের। তবে প্রথমার্ধে বাকি এক গোল শোধ করতে পারেনি হফেনহেইম।

দ্বিতীয়ার্ধে নেমে মিউনিখকে লজ্জায় ডোবান হফেনহেইমের এন্ড্রিস ক্রাম্যারিক। হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচের ৬৮, ৮৫ ও ৮৭ মিনিটে গোল করেন তিনি। এতে ৪-২ গোলের ব্যবধানে হারে হজম করে মিউনিখ।

গত এক দশকে এই প্রথম কোনো শিরোপা ছাড়াই মৌসুম করতে যাচ্ছে মিউনিখ। বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে লেভারবকুসেন। আর তৃতীয় শ্রেণির ক্লাব সারব্রুসকেনের কাছে হেরে জার্মান কাপ থেকে ছিটকে গেছে মিউনিখ।

তবে দারুণ খেলে চ্যাম্পিয়্ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল মিউনিখ। এখানেও শেষমেশ বিদায় নিতে হয়েছে তাদের। স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে জেতার সুযোগও হারিয়েছে মিউনিখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   বায়ার্ন মিউনিখ   বুন্দেসলিগা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft