বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
এবার নিজেদের হামলায় পুড়ে মরলো ইসরায়েলি ৫ সৈন্য
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

সংবাদ সংস্থা বিবিসি'র এক প্রতিবেদনে জানা যায়, গাজায় ইসরায়েলি পাঁচ সৈন্য নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে- গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এটিই সবচেয়ে মর্মান্তিক ঘটনা। 

ইসরায়েলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভুলবশত নিজেদের চালানো হামলায় ওই ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়। এতেই তাদের মৃত্যু হয়। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। উত্তর গাজার জাবালিয়া শহরে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের সময় এ ঘটনা ঘটে। 

গত সপ্তাহে হামাসের সৈন্যরা ওই এলাকা পুনরায় দখলে নিয়েছে এমন খবর শোনার পরই ইসরায়েলি সৈন্যরা সেখানে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। 

ইরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত শনিবার থেকে জাবালিয়াতে বিমান হামলা শুরু করলে সেখান থেকে ১০ হাজার মানুষ অন্যত্র পালিয়ে গেছে। সোমবার সেখানে ইসরায়েলি সেনারা আবারও প্রবেশ শুরু করে। 

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ এলাকায় ২৩ লাখ ফিলিস্তিনিদের মধ্যে প্রায় অর্ধেক এখানে আশ্রয় নিয়েছিল। এদের মধ্যে হামলা থেকে প্রাণে বাঁচতে ৬ লাখ ফিলিস্তিনি অন্যত্র পালিয়ে গেছে এবং নতুন করে ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

বুধবার ২০২তম ব্যাটালিয়নের প্যারাট্রোপার ব্রিগেডের ওই পাঁচ সৈন্য নিহত হওয়ার ঘটনায় তদন্তের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   গাজা যুদ্ধ   ইসরাইল   ফিলিস্তিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft