প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
রাজধানীতে প্রতি ডজন ডিমে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
বাজারের ক্রেতা ও বিক্রেতারা জানান, বর্তমানে বাদামি ডিমের খুচরা দাম প্রতি ডজন ১৪০-১৫০ টাকা, যেখানে মাত্র সাত দিন আগে ছিল ১২০-১২৫ টাকা।
অপরদিকে, সাত দিন আগে সাদা ডিমের দাম ছিল প্রতি ডজন ১১০-১২০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়।
গত সাত দিনে বাদামি ও সাদা ডিমের দাম বেড়েছে প্রতি ডজনে ২০-২৫ টাকা।
কারওয়ান বাজারের একটি ডিমের খুচরা দোকানের মালিক আব্দুস সাত্তার বলেন, 'ঢাকায় তাপদাহের সময় ডিমের চাহিদা ছিল খুবই কম। কিন্তু তাপদাহ কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ডিমের চাহিদা বেড়েছে।'
'তবে বৃষ্টির কারণে ডিমের চাহিদা বাড়লেও সরবরাহ খুবই কম। সে কারণেই দাম বেশি', বলেন তিনি।
রাজধানীর খুচরা বিক্রেতাদের অভিযোগ, বর্তমান অবস্থার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী ডিমের মজুদ আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন।
তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, প্রচণ্ড তাপদাহে খামারে প্রচুর মুরগি মারা গেছে।
তারা জানান, এক সপ্তাহ আগে তাপমাত্রা অনেক বেশি ছিল এবং অনেক জেলার বিভিন্ন খামারে মুরগি মারা যায়।
আব্দুস সোবহান নামে এক ক্রেতা জানান, গতরাতে কারওয়ান বাজারে তিনি অনেক বেশি দামে ডিম কিনতে বাধ্য হয়েছেন।
কারওয়ান বাজার এলাকার বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন হোসেন বলেন, 'আজকাল ডিম প্রায় বিলাসবহুল জিনিস। দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি সংস্থাগুলো কী করছে, তা আমি জানি না।'
রাজধানীর তেজগাঁও এলাকার এক দোকানের মালিক জালাল উদ্দিন বলেন, 'আমি বুঝতে পারছি সরবরাহে সমস্যা আছে, কিন্তু এই ডিমের বাড়তি দাম আমার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার বাজেটকে সমস্যায় ফেলে দিয়েছে।'