প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মাসে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে বেশ কিছু পাওয়ার প্লান্ট বন্ধ থাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হয়েছে। এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে এবং লোডশেডিং শূন্যের কোটায় নামিয়ে আনা হচ্ছে। সোমবার (৫ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক জায়গায়। গত এক মাস যাবত এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। সেটা আমরা পর্যবেক্ষণ করছি।
পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা ধীরে ধীরে চালু করছি। তেল ও আর্থিক স্বল্পতা ছিল। যারা তেল আনার কথা, যেসব প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্র, তারা আনতে পারছিলেন না। যে কারণে প্রথম দিকে দেড় হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং ছিল। তবে সেটা কমে এসেছে। পরে ৫০০ থেকে শূন্যে নেমে এসেছে। আমরা চেষ্টা করছি, নিজেদের দিক থেকে তেল সরবরাহ করার। এখন সেটার ব্যবস্থা চলছে।