বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মাস্কের চোখে ভারতের চেয়ে চীন এগিয়ে
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৩:৫১ অপরাহ্ন

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে ইলন মাস্কের ভারত সফর স্থগিতের কারণ। কয়েক সপ্তাহ আগে ভারতে সফর বাতিল করেন টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্ক। এরপরই তিনি বেইজিং সফরে যান। চালকবিহীন গাড়ির বাজার ধরতেই তিনি চীন সফরে গেছেন। টেসলার বৈদ্যুতিক গাড়ির অন্যতম বড় বাজার চীন। ইলন মাস্কের এ সফরের পর প্রশ্ন উঠছে ভারত সফর তিনি কেন বাতিল করেছেন। 

বিশ্বে যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় তার অর্ধেক তৈরি করে চীন। কারণ বৈদ্যুতিক গাড়ির মূল উপাদান ব্যাটারি, আর এটি উৎপাদনে চীনের একছত্র আধিপত্য রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইলন মাস্ক চীন সফরে গিয়ে চীনা ব্যাটারি জায়ান্ট চীন কনটেমপোরারি অ্যাম্পপিরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) এর চেয়ারম্যান রবি জেং এর সঙ্গে সাক্ষাত করেন। চীনের এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী দুই-তৃতীংশ ব্যাটারি উৎপাদন করে। শুধু তাই নয় প্রতিষ্ঠানটিতে উৎপাদন করা ব্যাটারি টেসলা, ভক্সওয়াজেন এজি এবং টয়োটার মটোরকে সরবরাহ করা হয়।  

ইলেক্সটিক ব্যাটারি উৎপাদনে চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পেছনে ফেলেছে। যা টেসলার গাড়ি উৎপাদানে সহযোগিতা করছে। ২০১৮ সালের চীন নতুন এক আইন জারি করে। ওই আইনের ফলে সম্পূর্ণ নিজস্ব ভর্তুকিতে সাংহাইতে সবচেড়ে বড় একটি ইলেকট্রিক গাড়ি উৎপাদের কারখানা নির্মাণ করা হয়। 

এই কারখানা থেকেই বছরে টেসলার সবচেয়ে সফল মডেল ৩ এবং ওয়াই এর ১০ লাখ গাড়ি উৎপাদন করা হয়। যা যুক্তরাষ্ট্রের পর প্রথম কোনো বর্হিবিশ্বে এই সক্ষমতা অর্জন করছে টেসলা। আর এসব গাড়ি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউরোপে সরবরাহ করা হয়। 

বিশ্ব এখন ইন্টারন্যাশনাল কমবিউশন ইঞ্জিনের (আইসিই) যানবাহন থেকে ইলেকট্রিক গাড়ি উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে। যা ভারতের জন্য একটি বিশাল সুযোগ। কারণ এ গাড়ি সরবরাহে ভারতও বৈশ্বিক কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। যদিও ভারত ঐতিহাসিকভাবে ব্যাটারি আমদানি করে থাকে। তবে বর্তমান সময়ে ইলেকট্রিক গাড়ি উৎপাদনে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মতামত   ইলন মাস্ক   বানিজ্য   চীন   ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft