প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনগুলোও বর্জন করেছে বিএনপিসহ বেশ কিছু বিরোধী দল। ঘোষণা দিয়ে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে যায়নি দলগুলো।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার মতে, বিরোধী দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত। সরকারকে বিনা যুদ্ধে রাজ্য দখলের সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে টাউন ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, ‘উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। যদিও আমি মনে করি বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। নির্বাচন বর্জন করার বিনাযুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা।’
নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। এতদিন অনেক রথি-মহরথিরা জোট গঠন করেছেন, ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছেন। তারা দেশও জনগণের মুক্তি এনে দিতে পারেননি।’