প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০:০২ অপরাহ্ন
৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল তরুণ নির্মাতা যুবরাজ শামিমের ছবি ‘আদিম’।
শুধ অংশই নয়, উৎসবে দুটি পুরস্কার জিতে নিয়ে বেশ সাড়া ফেলে ছবিটি। গেল বছর বড়পর্দায় মুক্তি পেলে দেশের দর্শকের কাছেও প্রশংসা কুড়ায় ছবিটি। এবার আসছে ওটিটি প্লাটফর্মে।
নির্মাতা যুবরাজ শামীম জানিয়েছেন, আগামি বৃহস্পতিবার (২ মে) থেকে দেশের একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে আদিম। এরফলে যারা সিনেমাটি দেখতে পাননি তারা চাইলেও সিনেমাটি সময় করে দেখে নিতে পারবেন।
টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই।
এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম।
চলতি বছরে সিনেমাটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) ‘হীরালাল সেন পদক–১৪৩০’ অর্জন করে।