মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
সাকিব-মুস্তাফিজ নেই, সাইফউদ্দিন-পারভেজ বাংলাদেশ দলে
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০:০০ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ রাতে এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই দল দেয় বিসিবি। যে তিন ম্যাচের দল দিয়েছেন নির্বাচকরা, সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে। সিরিজের পরের দুই ম্যাচ মিরপুরে।

এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন ২০১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন। এক সিরিজ বাদে আবার সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ও তানভীর। 

প্রথমবার ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

সাইফউদ্দিন দলে ফিরলেন ১৮ মাস পর। আফিফ ও তানভীর সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না এই দুজন।

পারভেজ দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০২২ সালে।
সাকিব আর মুস্তাফিজ চট্টগ্রামে ৩ দিনের অনুশীলনে ক্যাম্পে ছিলেন না। 

আলোচনা ছিল, এই সিরিজে ৩টি ম্যাচ খেলতে পারেন এই বাঁহাতি অলরাউন্ডার। তবে প্রথম তিন ম্যাচের দলে নাম নেই তার। সাকিবের মতো নাম নেই আইপিএল খেলতে যাওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজের।যদিও এই সিরিজ শুরুর আগে দেশে ফেরার কথা তার। তবুও প্রথম তিন ম্যাচের দলে তাকে রাখেননি নির্বাচকরা। 
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। চোটের কারনে নেই সৌম্য সরকার ও আলিস আল ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft