প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
শিগগিরই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের তিনটি পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনার সময় নূর মোহাম্মদ মজুমদার বলেন, শিগগিরই মহাসড়কের মূল সড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে, এই বিষয়ে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তবে নিয়ম মেনে মহাসড়কের পাশে সার্ভিস লেনে চলতে পারবে মোটরসাইকেল। কারণ গত এক বছরের মহাসড়কের দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি দুর্ঘটনা স্বীকার হয়েছে মোটরসাইকেল চালক ও যাত্রীরা। যার সংখ্যা প্রায় ৪০ শতাংশেরও বেশি।
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ এই অভিযানে বিআরটিএ’র সঙ্গে ছিল হাইওয়ে পুলিশ। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের তিনটি পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনার সময় বিআরটিএর এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতসহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।