বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথলেটদের আমন্ত্রণের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এমনটাই জানিয়েছেন আইওসি প্রধান থমাস বাখ।

থমাস বাখ জানিয়েছেন, প্যারিস গেমসের বাছাই এখন চলমান রয়েছে। সেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে বিশেষ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমাদের প্রতিশ্রুতিটা স্পষ্ট। যদি বাছাই টুর্নামেন্টে কোনও ফিলিস্তিনি অ্যাথলেট কোয়ালিফাই করতে না পারে তাহলে আমন্ত্রণের মাধ্যমে তাদের খেলতে সুযোগ করে দেওয়া হবে। যেমনটা অন্যদের বেলাতেও হয়ে থাকে; যাদের কোয়ালিফাইড অ্যাথলেট নেই।’

বাখ জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিনিধি দলটির সদস্য সংখ্যা ৬ থেকে ৮ জনের মতো হতে পারে।

বাখ আরও জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিন থেকেই অ্যাথলেটদের বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ ও অনুশীলনের জন্য বিভিন্নভাবে সহায়তা করেছে অলিম্পিক কমিটি।  

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় গত ৭ অক্টোবর। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, তাতে ১ হাজার ১১৭০জন নিহত হয়েছেন। হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলাতে নিহত হয়েছেন ৩৪ হাজার ৩৫৬জন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এ সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের বিষয়টি আইওসি ভিন্নভাবে সামলেছে- এমন অভিযোগ উড়িয়ে দেন বাখ। আগ্রাসনের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। এমনকি প্যারিস অলিম্পিকেও তাদের অ্যাথলেটদের জাতীয় পতাকার অধীনে খেলতে দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft