প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
ইসরায়েলে চালানো ইরানের হামলার প্রভাব পড়েছে তেলের দামে। শুক্রবার অপোরিশোধিত তেল ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৯২.১৮ ডলারে (১০ হাজার ১১৩ টাকা), গত ছয় মাসের মধ্যে যা সর্বোচ্চ। চলতি সপ্তাহে তেলের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
টেক্সাসের তেল ও গ্যাসভিত্তিক ইনভেস্টমেন্ট ফার্ম বাইসন ইন্টারেস্টসের পোর্টফোলিও ম্যানেজার জস ইয়োংয়ের মতে, প্রতি লিটার তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তবে পরবর্তী সময়ে তেলের বাজার কতটা অস্থিরতার মুখে পড়বে তা নির্ভর করছে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নেয় তার ওপর। জি৭ জোটের প্রধানরা ইরানের রপ্তানি করা অপোরিশোধিত তেলের বিষয়ে কোন অবস্থান নেন সেটাও দেখার বিষয়।