প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দ্বিতীয় কোয়ার্টারে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি (জিডিপি) হয়েছে ৩.৭৮ শতাংশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) ত্রৈমাসিক প্রবৃদ্ধির হিসেবে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করে।
বিবিএস জানায়, বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় কোয়াটারের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৭৮ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ৭.০৮ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ৯.৩০ শতাংশ।
সংস্থাটি জানায়, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪.৬৫ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের ছিল ৪.২২ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে ছিল ২.২০ শতাংশ।
শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.২৪ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের ছিল ১০ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে ছিল ১৪.৫০ শতাংশ। এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.০৬ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের ছিল ৬.৬২ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৭.২৫ শতাংশ।