শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
বার্সেলোনায় যুদ্ধ করতে যাবে পিএসজি!
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৩:৫১ অপরাহ্ন

আবারও ন্যু ক্যাম্পের ডাগআউটে দাঁড়াবেন লুইস এনরিকে। পিএসজির বিপক্ষে ৩-২ গোলের জয়ে কিছুটা এগিয়ে থেকে আগামী ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে তাদের স্বাগত জানাবে বার্সা। স্পেনের এই ম্যাচটি এনরিকের জন্য হতে যাচ্ছে যুদ্ধে নামার মতো ব্যাপার।

সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘এটা স্পষ্ট যে সব হারই কষ্টদায়ক এবং বিরক্তিকর। কিন্তু আমি বিশ্বাস করি খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা ভালো খেলেছি।’

পরের লেগ নিয়ে সাবেক বার্সা কোচের পরিকল্পনা, ‘যে ব্যাপারগুলো কাজ করেনি, আমরা কেবল সেগুলো পাল্টাতে যাচ্ছি। আমাদের মানতে হবে যে এই ধরনের ম্যাচের মাত্রা কতটা তীব্র। আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বার্সেলোনায় যাচ্ছি। এটা ভাবা ইতিবাচক ব্যাপার যে আমরা সেখানে জিততে পারি। আমাদের জন্য এই ম্যাচ হচ্ছে ফাইনাল। আমার দলের ওপর বিশ্বাস আছে।’

প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পেকে বার্সার ডিফেন্স নিষ্ক্রিয় করে রেখেছিল। কোনও প্রভাব খাটাতে পারেননি পিএসজি তারকা। তার পারফরম্যান্স নিয়ে কোনও মন্তব্য করেননি এনরিকে।

২০১৫ সালে বার্সেলোনায় ট্রেবল জেতা স্প্যঅনিশ কোচ বললেন, তার দল জয়ের দাবিদার ছিল। বার্সা কোনোভাবেই ফেভারিট ছিল না। তাছাড়া জিতলেও এবং পরের ম্যাচে হোম ভেন্যুর সুবিধা পেলেও বার্সাকে এগিয়ে রাখছেন না তিনি।

যুদ্ধের ডাক দিয়ে এনরিকে বলেছেন, ‘আমরা বার্সেলোনায় যাচ্ছি একটি যুদ্ধে লড়াই করতে। আমি কখনও প্রতিপক্ষকে ফেভারিট মানি না, সেটা যেই হোক। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় আমি এভাবেই ব্যাপারটা দেখি। আমি বিশ্বাস করে যাবো, আমরা বার্সেলোনায় গিয়ে ম্যাচ জিততে পারি। আবারও বলছি, আমরা এই ম্যাচ জিততে পারি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft