শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
বেনজেমার রেকর্ড গোলে ফাইনালে আল ইত্তিহাদ
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১:২৫ অপরাহ্ন

ম্যাচ শুরু হওয়ার পর মাত্র ৫৫ সেকেন্ড পার হলো। এর মধ্যেই আল ওয়েহদার জালে বল গড়াগড়ি খাচ্ছিলো। রিয়াল মাদ্রিদের সাবেক ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোলটি করে আল ইত্তিহাদকে ফাইনালে তুলতে মূল ভূমিকা পালন করলেন। আল ওয়েহদাকে ২-১ গোলে হারিয়েছে আল হিলাল।

ফাইনালে আল ইত্তিহাদ মুখোমুখি হবে আল হিলালের। যে দলটি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

৫৫ সেকেন্ডে গোল করে করিম বেনজেমা রেকর্ড ভাঙেন আল ফাতেহের স্ট্রাইকার ডোরিস সালোমোর রেকর্ড। ২০১৩ সালে দ্রুততম গোলটি করেছিলেন তিনি।

শুধু দ্রুততম গোলই নয়, ২০২৪ সাল এই প্রথম কোনো গোলের দেখা পেলেন ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ থেকে আল ইত্তিহাদে যোগ দেয়ার পর বাজে ফর্ম, ইনজুরিতেই সময় কাটছে বেনজেমার। যে কারণে ২০ ম্যাচে সব মিলিয়ে মাত্র ৯টি গোল পেয়েছেন তিনি।

৫৫ সেকেন্ড ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৪২তম মিনিটে আল ইত্তিহাদের গোল দ্বিগুণ করেন আব্দেররাজ্জাক হামেদুল্লাহ। রোমারিনহার ক্রস থেকে গোলটির দেখা পান তিনি।

ইনজুরি সময়ে (৯০+১ মিনিট) এসে প্রথমে গোলের দারুণ সুযোগ মিস করেন মরক্কোর মিডফিল্ডার ফায়সেল ফজরস। তবে এর খানিক পরই আল ওয়েহদার হয়ে একমাত্র গোলটি করেন হুসাইন আহমেদ আল ইসা।

আগামী বৃহস্পতিবার আবুধাবিতেই অনুষ্ঠিত হবে আল হিলাল এবং আল ইত্তিহাদ সৌদি সুপার কাপের ফাইনাল। ইত্তিহাদ কোচ মার্সেলো গ্যালার্দো এই প্রথম কোনো শিরোপা জয়ের মুখোমুখি দাঁড়িয়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft