প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৯:০৩ অপরাহ্ন
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাওয়ার ক্ষেত্রে বছরে ১২ হাজার টাকার নিচে যাদের আয়ের সীমা সেটি বাড়িয়ে এখন বছরে ১৫ হাজার টাকা করা হয়েছে।
এমন বিধান রেখে ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০২৪’ -এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, বছরে ১২ হাজার টাকার নিচে যাদের আয়ের সীমা সেটি বাড়িয়ে এখন বছরে ১৫ হাজার টাকা করা হয়েছে। তারা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আওতায় আসতে পারবে। তারা মাসে ভাতা পাবে ৫৫০ টাকা। বর্তমানে দেশে ভাতা পাচ্ছেন ২৫ লাখ ৭৫ হাজার জন।