বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
টস জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ১:০৪ অপরাহ্ন

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। 

আজ রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়েই দুই দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।

ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে স্বাগতিকরা কতটা আধিপত্য বজায় রাখতে পারবে, সেটাই এখন দেখা বিষয়।

টি-টোয়েন্টিতে মাইটি অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নও তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের নিজেদের হেক্সা মিশন সফল করেছে এলিস পেরিরা। তাই টি-টোয়েন্টি সিরিজটাও যে টাইগ্রেসদের জন্য কঠিন হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত।

এদিকে চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। তাই কিছুটা বাড়তি চ্যালেঞ্জই থাকছে স্বাগতিকদের জন্যে। জ্যোতি-ফারজানাদের সামনে নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, শোভনা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শোরিফা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, ফোবি লিচফিল্ড, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনাক্স, টেলা ভ্লেমিঙ্ক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft