বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের   
দাম কমলো তরমুজের
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ২:১৩ অপরাহ্ন

প্রতি বছর রমজান আসলেই কদর বাড়ে রসালো ফল তরমুজের। এই সুযোগে আকাশছোঁয়া দাম হাকান ব্যবসায়ীরা। এবারের রমজানে প্রথম দিকে দেখা গেছে একই চিত্র। তবে ক্রেতাদের বয়কটের কারণে রমজানের মাঝামাঝি এসে তরমুজের দাম নেমে এসেছে অর্ধেকের কমে।

দাম কম থাকলেও ক্রেতার দেখা পাচ্ছেন না তরমুজ ব্যবসায়ীরা। প্রথম দিকে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া তরমুজের দাম নেমে এসেছে ৩০/৪০ টাকায়। মূলত অতিরিক্ত দামের কারণে তরমুজ বয়কট করায় দাম কমছে বলে মনে করেন ভোক্তারা।

তাদের দাবি, বয়কট করায় কমতে শুরু করেছে তরমুজের দাম। ক্রেতারা জোটবদ্ধ হয়ে পচনশীল এ পণ্য কেনা সাময়িক বন্ধ করতে পারলেই দাম নেমে আসবে ৩০ টাকার নিচে। পাশাপাশি কেজির বদলে পিস হিসেবে বিক্রি করতে বাধ্য হবেন ব্যবসায়ীরা।

শোভন নামে এক ক্রেতা বলেন, ভোক্তারা তরমুজ কেনা বয়কট করেছে, তাই বাজারেও এর প্রভাব পড়েছে। না কিনলে ব্যবসায়ীরা কার কাছে বিক্রি করবে! এর প্রভাবে দাম কমাতে বাধ্য ব্যবসায়ীরা।

বিক্রেতা সোহরাব মিয়া জানান, বাজারে তরমুজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তারপরেও বাজারে পর্যাপ্ত ক্রেতার নেই। এতে লোকসান গুনতে হচ্ছে তরমুজ ব্যবসায়ীদের।

এদিকে, প্রতি পিস বাঙ্গি ১০০ থেকে ১৫০ টাকা, পেঁপে ৯০ থেকে ১০০ টাকা ও মানভেদে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।

এছাড়া, বাজারে প্রতি কেজি দাবাস খেজুর ৪২০ থেকে ৪৫০ টাকা, জিহাদি খেজুর ২৮০ থেকে ৩০০ টাকা, আজওয়া খেজুর ৯০০ থেকে ১ হাজার টাকা, বরই খেজুর ৪২০ থেকে ৪৫০ টাকা, মরিয়ম খেজুর ৯০০ থেকে ১ হাজার টাকা ও মেডজুল খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft