মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
বঙ্গবন্ধু মেডিকেলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।’

এর আগে নতুন উপাচার্য নিয়োগ ও বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের বিদায়কালে এডহক নিয়োগ এবং তাদের স্থায়ীকরণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে বিএসএমএমইউতে। 

এ নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ে আওয়ামীলীগ পন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ভিসিপন্থী ও বিরোধী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপাচার্যকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিল প্রতিষ্ঠানটির দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

সর্বশেষ গতকাল শনিবার (২৩ মার্চ) সকাল থেকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে তার কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একাংশের শিক্ষকরা। এতে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করতে থাকা বিশ্ববিদ্যালয়টির নার্স ও কর্মকর্তা-কার্মচারীও অংশ নেন। এ সময় উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ডা. রাসেল আহমেদকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যে কক্ষ থেকে বের করে দেন।

হামলার শিকার হন বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. রসুল আমিন‌ও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft