বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বিএসএমএমইউতে ফের উত্তেজনা, বিদায়ী ভিসির পিএসকে মারধর
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন

নতুন উপাচার্য নিয়োগ ও বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের বিদায়কে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

উপাচার্যকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করা এবং কয়েক দফা সংঘর্ষের পর এবার উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও সুপার স্পেশালাইজডের এক কর্মকর্তাকে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠেছে। শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে তার কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একাংশেত শিক্ষকরা। এ সময় উপাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলনে থাকা বিশ্ববিদ্যালয়টির নার্স ও কর্মকর্তা-কার্মচারীও অংশ নেন।

আন্দোলনকারীরা একপর্যায়ে শরফুদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) ডা. রাসেল আহমেদকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যে কক্ষ থেকে বের করে দেন। একই ঘটনা ঘটে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের এক কর্মকতার সাথেও। শাখা থেকেও একজনকে মারধর করে বের করে দেয়ার খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিক্ষোভের এক পর্যায়ে‌ আন্দোলনকারীরা উপাচার্যের সহযোগী রাসেলকে তিন তলা থে‌কে মার‌তে মার‌তে নিচতলায় নি‌য়ে আসেন এবং তাকে বের করে দেন। একই পরিস্থিতিত মুখোমুখি হন সুপার স্পেশালাইজ‌ডের ই‌ডি রসুল আমিন‌।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মেনে গত তিন বছরে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পদে প্রায় দুই হাজার এডহকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া এসব ব্যক্তির চাকরি স্থায়ীকরণ করতে আবার নিয়ম ভাঙছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের স্থায়ীকরণ কমিটির মতামত না নিয়ে তড়িঘড়ি করে স্থায়ীকরণের জন্য ভাইভা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। একইসাথে সিন্ডিকেট সভার মাধ্যমে সকল কাজের বৈধতা নিশ্চিতের চেষ্টারও অভিযোগ তাদের।

মারধরের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সিন্ডিকেট সভা বসার সিদ্ধান্তটা আগে নেওয়া হয়েছে। এখন যারা বিরোধিতা করছে তারা কেউ আমার কাছে আসেনি। আজ তারা কয়েকজনকে মারধর করেছে, আমি বিষয়টা শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft