প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
আজ বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল সাড়ে দশটায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফসিডি) সংলগ্ন র্যাম্পটি উদ্বোধন করেন।
র্যাম্প উদ্বোধনের আগে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেয়া হয়েছিল। আজ কারওয়ান বাজার র্যাম্প খুলে দেয়া হচ্ছে। এটি প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।
ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্প চলতি বছরের মধ্যে শেষ হবে না। আগামী বছরের শুরুতে পুরোটা খুলে দিতে পারব। এরপর হাতিরঝিলের র্যাম্প খুলে দেয়া হবে। সেভাবেই কাজ চলছে।
চলতি রমজান মাসে ঢাকায় যানজট বেড়ে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, রমজানে মানুষ ঈদ ভারাক্রান্ত হয়। শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না। মানুষ কম সময়ে যাচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। আস্তে আস্তে ঠিক হবে। একসঙ্গে সব হবে না।