বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের দাম বাড়ছে: প্রধানমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩:০০ অপরাহ্ন
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের দাম বাড়ছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। বিএনপি শুধু ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ শুধু খাওয়ায়।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন। মানুষের প্রতি অগাধ বিশ্বাসের পরও ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বাঙালির হাতে প্রাণ দিতে হয় তাকে।
প্রসঙ্গত, গতকাল রোববার (১৭ মার্চ) ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। একইসঙ্গে সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে পালিত হয়।