বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ হলেন ইয়ামাল     এমবাপ্পের পেনাল্টি মিস, ১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল     ‘নয়া মানুষ’র ট্রেলার প্রকাশ    ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ: ক্যাডার ৩৪৮৭, নন-ক্যাডার ২০১    বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে আরেকটি ঘূর্ণিঝড়, সমুদ্রবন্দরে সতর্কতা    ইসকনের ব্যাপারে আমরা কী করছি, জানতে চায় ভারতের গণমাধ্যম    বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিলো ভারতীয়-আমেরিকান সংস্থা   
গাইবান্ধায় ভাজাল পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৪:২২ অপরাহ্ন

দোকানে মূল্য তালিকা ও খোলা স্থানে  ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।

গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন।

তিনি বলেন, সাদুল্লাপুরে উপজেলার শহরে বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে খোলা জায়গায় ইফতার সামগ্রী বিক্রির ও দোকানে পণ্যের  মূল্য তালিকা না থাকায় মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় প্রতিদিনই বাজার মনিটর করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হচ্ছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহতে থাকবে বলে জানান তিনি।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এ সময় সেমাইয়ে রং মিশিয়ে  বিক্রি ও অবৈধভাবে গাড়ি পার্কিং করার অভিযোগে ৯ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ড পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া ও রেজাউল করিম। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft