প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৪:২২ অপরাহ্ন
দোকানে মূল্য তালিকা ও খোলা স্থানে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন।
তিনি বলেন, সাদুল্লাপুরে উপজেলার শহরে বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে খোলা জায়গায় ইফতার সামগ্রী বিক্রির ও দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় প্রতিদিনই বাজার মনিটর করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হচ্ছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহতে থাকবে বলে জানান তিনি।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সেমাইয়ে রং মিশিয়ে বিক্রি ও অবৈধভাবে গাড়ি পার্কিং করার অভিযোগে ৯ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ড পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া ও রেজাউল করিম।