বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
জ্বর শেষে মুখে রুচি ফেরাতে যা খাবেন
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন

আবহাওয়া যেন বড্ড বেপরোয়া হয়ে উঠেছে। এই হালকা বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি আবার কিছুক্ষণ পরই প্রচন্ড রোদ। প্রকৃতির এমন বেখেয়ালি আচরণ প্রভাব ফেলছে শরীরে। ঘরে ঘরে অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বরে। সংক্রমণ সারাতে কেউ কেউ খাচ্ছেন অ্যান্টিবায়োটিক। 

জ্বর আর ওষুধের প্রভাবে সারাক্ষণ মুখে তিতকুটে ভাব হয়ে থাকে। কোনো খাবারেই তেমন স্বাদ মেলে না। আবার জ্বর চলে গেলেও অরুচি সহজে যেতে চায় না। এসব সমস্যা দূর করে রুচি ফেরাতে ভরসা রাখতে পারেন কিছু খাবারে। চলুন জেনে নিই বিস্তারিত- 

অ্যালোভেরার রস
ত্বকের যত্নে এই উপাদানটির ব্যবহার নিশ্চয়ই শুনেছেন। মুখের রুচি ফেরাতেও এটি দারুণ কাজ করে। অ্যালোভেরার অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান মুখের রুচি ফেরাতে কাজ করে। রোজ একবার করে অ্যালোভেরার রস খেতে পারেন। রুচি ফিরবে। 

সবজির স্যুপ
শীতকাল চলে গেলেও বাজারে হরেক রকম সবজি মেলে। আর শাকসবজি অবশ্যই শরীরের জন্য উপকারি। ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট সমৃদ্ধ বিভিন্ন সবজি দিয়ে বাড়িতে তৈরি করতে পারেন স্যুপ। এই স্যুপ মুখের তিতকুটে ভাব দূর করবে। সেসঙ্গে জ্বর সারাতেও সাহায্য করে। স্যুপ খেলে গলায় আরামও পাবেন।

লবণ জল 
জ্বরের পর পেটে খিদে থাকা সত্ত্বেও খাবারের প্রতি অনীহা তৈরি হয়। এই সমস্যা মেটাতে প্রতিদিন একবার করে লবণ-জল খেতে পারেন। আবার গার্গল করলেও উপকার পাবেন। হালকা গরম পানিতে লবণ দিয়ে দিনে দু’বার গার্গল করুন। লবণের অ্যান্টিসেপ্টিক গুণ জ্বরের কারণে মুখের ভেতর জন্ম নেওয়া ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। গলাব্যথা থাকলে সেটিও দূর করবে এই কাজটি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft