শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
আল নাসরের জয়ের রাতে নতুন রেকর্ড রোনালদোর
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

গতকাল শুক্রবার আল আহলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে সৌদি ক্লাব আল নাসর। দলের এমন জয়ের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করে ফেলেছেন পর্তুগিজ ও আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির হয়ে ৫০ তম গোল করলেন আল নাসরের এই তারকা ফুটবলার।

২০২২ সালের শেষের দিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেওয়ার পর মোট ৫৮ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন রোনালদো। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ ও আরব কাপ চ্যাম্পিয়ন্স লিগে এসব ম্যাচ খেলেছেন তিনি।

ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন রোনালদো। আহলির বক্সের ভেতরে করা ফাউল ভিএআার চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

যদিও প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। তবে ভিএআর চেকে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি।

ভিএআরের সূক্ষ্ম প্রযুক্তিতে গোল বাতিলের শিকার হয় আল আহলিও। রোনালদোর গোল বাতিলের পর কিছুক্ষণ পরই আহলির হয়ে গোল করেন সাবেক লিভারপুল তারকা রবার্টো ফিরমিনো। এই ব্রাজিলিয়ানের করা গোলটিও অফসাইডে দোষে বাতিল করে ভিএআর।

দুইদলেরই একটি করে গোল বাতিলের পর শেষমেষে জয় পেয়েছে আল নাসর। গতকালের এই জয় আল নাসরকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। কারণ, গত সোমবার আল আইনের বিপক্ষে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে।

দারুণ জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে এনেছে আল নাসর। ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আল নাসর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft