বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

সিলেটে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টস হারলেও আগে ব্যাটিং করতে হয়নি। লঙ্কানদের বিপক্ষে সিরিজে এবারই আগে ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে শান্তরা। এই সিরিজ জিতলে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

অবশ্য ফলাফলের মতো ম্যাচটা সহজ ছিল না বাংলাদেশের জন্য। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল সফরকারীরা। তানজিম হাসান সাকিবের কল্যাণে ব্রেকথ্রু পেয়েছিল বাংলাদেশ। তাসকিন-সাকিব-শরীফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনোরকমে আড়াই শ পেরিয়েই অলআউট হয় সফরকারীরা।

গত ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলেও লিটন-সৌম্য-হৃদয়ের ওপরই বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের সফল তিন পেসার আছেন আজকের একাদশেও। সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। জয়ের ধারা বজায় রাখতে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft