প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৯:০২ অপরাহ্ন
প্রায় আধা ঘণ্টার ব্যবধানে ইফতারের আগে-পরে রাজধানীর দুই জায়গায় হাতিরপুল ও গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই স্থানেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ছয়টা চার মিনিটে রাজধানীর হাতিরপুল বাজার এলাকায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৯ মিনিটের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছায় তারা।
হাতিরপুল কাঁচাবাজার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে তাদের ৭টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটে গুলশানে আগুনের খবর পান তারা। ঘটনাস্থলের পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি রেস্তোরাঁ। গুলশান ১ এলাকায় অবস্থিত রেস্তোরাঁটির নাম মেজবান ডাইন।