প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৯:১৭ অপরাহ্ন
বাংলাদেশ রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে চার অতিরিক্ত আইজিপিকে ইউনিটগুলোর প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দুই অতিরিক্ত আইজিপিকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
রেলওয়ে পুলিশের প্রধান হিসেবে পুলিশ অধিদপ্তরের দেবদাস ভট্টচার্য্য, ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম, নৌপুলিশের প্রধান হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভুঞা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।