বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
হ্যারি কেইন ঝড়ে উড়ে গেলো মাইনজ
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

গতকাল শনিবার রাতে বুন্দেসলিগার অভিষেক মৌসুমে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে আট ম্যাচে কমপক্ষে দুটি করে গোল করার কীর্তি গড়েন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

হ্যারি কেইনের রেকর্ডগড়া হ্যাটট্রিক করার ম্যাচে বিশাল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগায় গোল উৎসবের ম্যাচে মাইনজকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।

দারুণ এই জয়ে টেবিলের শীর্ষে থাকা লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বায়ার্ন। বর্তমান লেভারকুসেন থেকে ৭ পয়েন্ট পিছিয়ে আছে বুন্দেসলিগার সবচেয়ে সফলতম ক্লাবটি।।

এছাড়া অভিষেক মৌসুমে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ডটিও নিজের দখলে নেন কেইন। এই মৌসুমে ৩০ গোল করেছেন তিনি। এদিন হ্যাট্রটিক করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেন এই ইংলিশ ফরোয়ার্ড। কেইন গোল তিনটি করেন ম্যাচের ১৩, ৪৫+৭ ও ৭০ মিনিটে।

এছাড়া বায়ার্নের হয়ে জোড় গোল করেন লিওন গোরেজকা, ম্যাচের ১৯ ও ৯০+২ মিনিটে। একটি করে গোল করেন থমাস মুলার, জামাল মুসায়লা ও সার্জে নাবরি।

২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার টেবিলের দ্বিতীয়স্থানে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেভারকুসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft