বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর ঝড়ো ব্যাটিংয়েই জয়ের খুব পৌছে গিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগাররা শেষ পর্যন্ত হেরেছে ৩ রানের ব্যবধানে। এদিকে টি-টোয়েন্টির বাংলাদেশ জাতীয় দল থেকে ২০২২ সালেই ব্রাত্য হয়ে গিয়েছিলেন সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার।

এরপর গত বছর ওয়ানডে বিশ্বকাপের দলেও রিয়াদ  থাকবেন কি না তা নিয়ে জলঘোলা হয়েছে অনেক। তবে শেষ পর্যন্ত টাইগারদের বিশ্বকাপ দলে ছিলেন এবং অনেক হতাশার সেই টুর্নামেন্টে লাল-সবুজের দলের ক্রিকেটারদের মধ্যে পারফর্ম্যান্সের বিচারে সবথেকে এগিয়ে ছিলেন তিনিই।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত খেলা রিয়াদ এরপর সদ্য সমাপ্ত বিপিএলেও দারুণ পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ। সংক্ষিপ্ত সংস্করনের ক্রিকেটে তাঁর এখনো দেয়ার আছে অনেক কিছু তা এই টুর্নামেন্ট দিয়েই প্রমাণ করেছেন তিনি। এরপর টি-টোয়েন্টি দলে ফিরেই লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫৪ রানের ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিলেন তিনি।

সেই ইনিংসের পর টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহকে। রিয়াদ খুব সুন্দর খেলছেন বলেই জানিয়েছেন হাথুরু। এদিকে দুর্দান্ত ইনিংস খেলার পর মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও।

গতকাল সাভারে এক অনুষ্ঠান শেষে  ক্রীড়া মন্ত্রী পাপন বলেন, ‘রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনও কোনো সন্দেহ ছিল না। এটা একদম পরিস্কার করে দেই। রিয়াদের যে পটেনশিয়াল, ছোট করে দেখার কোনো সুযোগই নেই। এখন পর্যন্ত তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদের কোনো বিকল্প দেখিনি। 

যদি আমাকে জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত কেউ তামিম হয়ে উঠেনি। হয়তো ভালো খেলে। এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। মুশফিক, রিয়াদ বা ওদের মতো হয়ে গেছে এমন বলার মতো একটা খেলোয়াড়ও নেই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft