বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
‘রোনালদো না খেললে ইউরো জিতবে পর্তুগাল’
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১:২৪ অপরাহ্ন

২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেবার টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছিলেন পর্তুগীজ মহাতারকা, আসরে ৩টি গোল করার পাশাপাশি ৩টি গোলে সহায়তাও করেছিলেন তিনি। এদিকে সে সময়ের টগবগে সিআরসেভেন এখন আছেন ক্যারিয়ার সায়াহ্নে। ইউরোপিয়ান পরিসর ছেড়ে ক্লাব ফুটবলে তিনি এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে।

এদিকে দরজায় কড়া নাড়ছে ইউরো চ্যাম্পিয়নশীপের এবারের আসর। আসছে জুনে আয়োজিত হবে এ টুর্নামেন্ট। ক্যারিয়ার সায়াহ্নে থাকলেও এবারের আসরে পর্তুগালের হয়ে খেলবেন রোনালদো। তবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতা ডিফেন্ডার ফ্রাঙ্ক লেবোউফ মনে করেন, সিআরসেভেন দলে না থাকলেই কেবল ইউরো জয় করতে পারবে পর্তুগাল।

এক সাক্ষাৎকারে সাবেক এই ফরাসি ফুটবলার বলেন, ‘আমার কাছে, পর্তুগাল আসলে এই গ্রীষ্মের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী। আমি আসলে মনে করি তারা ইউরো জিততে পারে, তবে সেটা সম্ভব যদি ক্রিস্তিয়ানো রোনালদো না খেলে।’

তবে রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করলেও ফুটবলের প্রতি পর্তুগীজ মহাতারকার যে অবদান সেটিকে ছোট করেননি লেবোউফ। তিনি বলেন, ‘সৌদি লিগে অবসরে যাওয়ার কারণে রোনালদো ফুটবলের জন্য যা করেছেন তা আপনি কেড়ে নিতে পারবেন না। খেলাটিকে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তবে সবারই শেষ আছে। তার সৌদি আরবে খেলার অধিকার রয়েছে, যদিও আমি নিশ্চিত নই যে তার আরও বেশি অর্থের প্রয়োজন কি-না!’

রোনালদোর মত মেসিও ক্যারিয়ারের শেষবেলায় এসে প্রথম স্তরের প্রতিযোগীতা থেকে বিদায় নিয়েছে জানিয়ে সাবেক এই ফরাসি ফুটবলার বলেন, ‘খেলোয়াড়দের ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশি অর্থ উপার্জনের জন্য হালকা লিগে খেলতে যাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই। লিওনেল মেসির ক্ষেত্রেও তাই হয়েছে। তারা দুজনই দুর্দান্ত খেলোয়াড় ছিল কিন্তু তারা আর শীর্ষ স্তরে না খেলা বেছে নিয়েছে এবং আমাদের এটাকে সম্মান করতে হবে। তারা ফুটবলের জন্য যা করেছে তা আপনি কখনই কেড়ে নিতে পারবেন না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft