বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে    দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা   
১১ দাবি নিয়ে কর্মবিরতি ঘোষণা নৌ শ্রমিকদের
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে আজ রোববার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন- নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তাসহ ১১ দফা দাবি নিয়ে নৌযানে কর্মরত শ্রমিকদের লাগাতার কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছে। 

দাবি আদায় না হলে আগামীকাল সোমবার রাত ১২টার পর থেকে পণ্যবাহী-তেলবাহী-বালুবাহী-যাত্রীবাহীসহ সকল প্রকার নৌযানে কর্মরত শ্রমিকেরা কর্মবিরতিতে যাবেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, ‘দেশের আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন অনেকাংশেই নৌপরিবহনের ওপর নির্ভরশীল। এরপরও নৌযান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টি সব সময় উপেক্ষিত থেকেছে। বিভিন্ন সময়ে শ্রমিকদের আন্দোলনের মুখে কিছু দাবি কার্যকর হলেও অধিকাংশ সিদ্ধান্তই অকার্যকর অবস্থায় থাকে।’

তাদের দাবিগুলো হলো:
১. নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাবিক কল্যাণ তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন।
২. সব মালিক সমিতিসমূহকে এক প্লাটফর্মে এনে এককেন্দ্রিক সিরিয়ালে আনা।
৩. মালিক সমিতিন সঙ্গে গেজেট বহির্ভূত দ্বিপাক্ষিক চুক্তিভুক্ত অমীমাংসিত দাবি পুনর্নির্ধারণ করে চুক্তি সম্পাদন।
৪. চট্টগ্রাম বন্দরে নিরাপদে জাহাজ রাখার জন্য শঙ্খ নদীকে পোতাশ্রয়ের উপযোগী করা, নদীর নাব্য রক্ষা, নৌপথ, নদী ও সব সমুদ্র বন্দরে পর্যাপ্ত সংখ্যক মার্কা-বয়া-বাতি স্থাপন, চ্যানেলে জাল পাতা বন্ধ এবং প্রয়োজন অনুযায়ী পাইলট সরবরাহ নিশ্চিত করা।
৫. চট্টগ্রাম চরপাড়া-জালিয়াপাড়া পর্যন্ত নাবিকদের নিরাপদে ওঠানামার জন্য কমপক্ষে ৫টি ইজারামুক্ত ঘাট ও মেরিন ড্রাইভ সড়কের চরপাড়া ও জালিয়াপাড়া এলাকায় ২টি ফুটওভার ব্রিজ স্থাপন।
৬. ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস নিশ্চিত করা।
৭. পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি বন্ধ, মালিক কর্তৃক নিশ্চিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।
৮. বালুবাহী নৌযানে কর্মরত শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
৯. আদালতের সিদ্ধান্ত ছাড়া মাস্টার-ড্রাইভার সনদ বাতিলের কর্মকাণ্ড বন্ধ করা।
১০. সামুদ্রিক মৎসশিকারি জাহাজ শ্রমিকদের গেজেটের পরিপূর্ণ বাস্তবায়ন এবং অন্য সব দাবি অবিলম্বে মেনে নিতে হবে। এবং-
১১. নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-কালোবাজারি-জাহাজ ছিনতাই বন্ধ করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় অর্থনীতিকে অগ্রসর করা ও দেশের উন্নয়নে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত নৌযান শ্রমিকেরা গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কিন্তু তাদের চলমান জীবন যেমন সংকটময় তেমনি তাঁদের ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার ঝুঁকিতে। শিল্প আধুনিক হলেও নৌযান শ্রমিকদের পেশাগত ও পারিবারিক জীবন সমস্যায় পূর্ণ। এসব কিছু নিয়ে বারবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তরগুলোতে চিঠি দেওয়া, মালিকসহ সব মহলে অনুলিপি দিয়ে অবহিত করা হয়েছে। কিন্তু তারপরও সমাধানের কোনো রাস্তা তৈরি হয়নি। তাই শ্রমিকদের সংগ্রামের পথে নামতে হয়।

এতে আরও বলা হয়, নৌযান শ্রমিক ও নৌপরিবহন শিল্পকে রক্ষায় শ্রমিকদের সমস্যা ও সংকটে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়। তা না হলে আগামীকাল সোমবার রাত ১২টার পর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালনের মাধ্যমে তাদের অধিকার আদায়ে বাধ্য হবেন। এর জন্য সৃষ্ট পরিস্থিতিতে কোনোভাবেই শ্রমিক ও তাদের সংগঠনকে দায়ী করা যাবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন--বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft