আশা করি ন্যায় বিচার পাবো: ড. ইউনূস
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন মেয়ার বৃদ্ধির প্রতিক্রিয়ায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনের প্রক্রিয়া চলমান থাকুক। ন্যায় বিচার পাবো এটাই আশাকরি। যে সময়টা অন্য কাজ করতে পারতাম, সে সময়ে মামলা নিয়ে দৌড়াতে হচ্ছে।
রোববার (৩ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল ড. ইউনূসসহ চারজনের আবেদনের ভিত্তিতে তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। পরে আদালত থেকে বেরিয়ে একথা বলেন তিনি।
এর আগে শ্রম আইনের মামলায় ড. ইউনূসহ ৪ আসামিকে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন ১৬ এপ্রিল ধার্য করা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।
এর আগে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।