বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
জামিন আবেদন নিয়ে কাল আদালতে যাবেন ড. ইউনূস
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৮:২৪ অপরাহ্ন

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি করতে রোববার সকাল ১০টায় ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। 

গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুননির জন্য গ্রহণ করেন আদালত। 

পাশাপাশি ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। একই সাথে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতের দেওয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আদালত।

শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা ও দায়রা জজ এম এ আউয়ালের আদালত এ আদেশ দেন।

অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতে অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়ও রোববার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে যাবেন তিনি। রোববার বেলা ১২টায় তিনি এ আদালতে যাবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ড. মুহাম্মদ ইউনূস জামিনের মেয়াদ বর্ধিত করতে রোববার সকাল ১০টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে আসবেন। 

তিনি আরও বলেন, শ্রম আপিল ট্রাইব্যুনালে প্রথমে এ মামলার নথিপত্র অসবে। এরপর শুনানির জন্য তারিখ দেওয়া হবে। তখন আমরা সাজার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি করব।

তিনি বলেন, রোববার বেলা ১২টায় ড. ইউনূস ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে যাবেন সেখানে তিনি জামিন আবেদন করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft